দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার রাকা প্রদেশে সেনাবাহিনী

সিরিয়ার পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে অবস্থিত রাকা শহরে দেশটির সেনাবাহিনী তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সাফল্য পেয়েছে বলে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার সেনাবাহিনী মাদান শহরের চার কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এবং পরে তারা রাকা ও দেইর আজ জোর প্রদেশের সীমান্ত অতিক্রম করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। রাকা প্রদেশকে তাকফিরি দায়েশের কথিত রাজধানী হিসেবে গণ্য করা হয়। সিরিয়া বাহিনী এখন রাকা শহরে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত মার্কিন মদদপুষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন মদদপুষ্ট কুর্দি জনগোষ্ঠীর মাধ্যমে গঠিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ ঘোষণা দিয়েছে যে, তা রাকা শহরের অর্ধেকের বেশী এলাকার ওপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। গত ৬ জুন রাকায় দায়েশের বিরুদ্ধে অভিযান শুরু করে এসডিএফ।

সিরিয়ার সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে তাদের হামলায় এ পর্যন্ত দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটে নি বরং তাদের হামলায় বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও সরকারি-বেসরকারি বহু স্থাপনা ধ্বংস হয়েছে।