মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে নবীন বরন অনুষ্ঠান
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছত্রীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্র-ছত্রীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গ কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রঙ্গনে নবীনদের বরন করে নেওয়া হয়।
হরগঙ্গ কলেজের অধ্যক্ষ প্রেফেসার ড. মীর মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান উদ্বোধক করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রেফেসর মো: মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু,জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা,শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম।নোবেল,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাগর হোসেন, শহর ছাত্রীলীগের সাধারন সম্পাদক মো: সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া,সাধারন সম্পাদক লিয়াকত আলী লাকুম, ছাত্রলীগ নেতা রাফি প্রমুখ।
আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি