ফরিদপুরে অপরিকল্পিত ড্রেনের কারণে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারের জনদূর্ভোগ কমাতে এবং বাজারের জলাবদ্ধতা দূর করার জন্য নির্মিত প্রধান ড্রেনটি নিজেই এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত ভাবে নির্মাণ করা এ ড্রেনটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলেও এখনও কোন কাজ করা হয়নি। অপরিকল্পিত ভাবে নির্মিত এ ড্রেনের কারণে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা ও যানযট। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।
জানা যায়, প্রায় তিন বছর পূর্বে সদর বাজারের জামে মসজিদের সামনে থেকে শিকদার ড্রাগ হাউজ পর্যন্ত রাস্তা হতে প্রায় এক ফুুট উচু করে নির্মাণ করা হয় ড্রেনটি। তখন থেকেই উচ্চতার কারণে গাড়ী চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত মসজিদের সামনে লেগে থাকে যানযট। পাঁশাপাশি প্রশস্ততা কম হওয়ায় দ্রুত পানি নির্গত হতে না পারায় বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া পানি জমে থাকার কারণে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সম্প্রতি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারকৃত চরভদ্রাসন বাজার হতে গোপালপুর ঘাটের সংযোগ সড়কটি।
বাজার ব্যাবসায়ী বাবুল মোল্যা বলেন “দীর্ঘ দিন ধরে মসজিদের মোড়ের ড্রেনের কারণে রাস্তায় পানি জমে থাকে স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অবর্নণীয় কষ্ট হয়। এছাড়া পানি উপেক্ষা করে দোকানে কোন খরিদ্দার আসতে চায়না । ড্রেন টি সংস্কার করা প্রয়োজন। হাটবাজার বণিক সমিতির সভাপতি মো: সহিদুল ইসলাম বলেন “ড্রেনটি সংস্কারে অভাবে বাজারে পানি জমে থাকে, দুর্গন্ধে হাটা চলা করাই কষ্ট, চেয়ারম্যানকে সমস্যার কথা বললাম শুধু বলে হবে কাজ তো হয় না।”
বিশ্বস্ত সূত্রে জানা যায়, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়নের লক্ষে ২০১৬-১৭ অর্থবছরে ড্রেনটি সংস্কারের জন্য রাজস্ব তহবিল হতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে অর্থ বছর শেষ হয়ে গেলেও এখনও কোন প্রকার কাজ করা হয়নি।
এ ব্যাপারে সদর ইউনিয়নের সচিব নিখিল চন্দ্র সরকার বলেন “হাটবাজারের অবস্থানগত সুবিধা নামক এক তহবিল গত অর্থ বছরে হতে দু’লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে দু’একদিনের মধ্যে কাজ করতে চেয়েছে।”
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি