মুন্সীগঞ্জে একই সময়ে ১১৫টি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী

সারাদেশের মতো মুন্সীগঞ্জে ৬টি উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ১টি করে চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গনে। রোববার সকালে মুন্সীগঞ্জ শহরে ১১টার দিকে তিনটি স্কুলে এর শুভ সূচনা করা হয়।

মুন্সীগঞ্জে একই সময়ে ১১৫টি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী

দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি স্কুলে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচী।

এসময় উপস্থিত ছিলেন দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, স্কুল কমিটির সদস্য নাজমা বেগম, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহবুদ্দিন, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরিদা খানম এবং বৈখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান চোকদার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সংশ্লিষ্টরা।

এছাড়াও টংগীবাড়ি, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গজারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয়।

সুমিত সরকার সুমন, মুন্সীগঞ্জ প্রতিনিধি