আনুশকার অনুপ্রেরণা কারিনা!
সিনেমার প্রোমোশন নিয়ে এখন শাহরুখ খান এবং আনুশকা শর্মা খুবই ব্যস্ত। কারণ খুব শীঘ্রই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ও শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘জাব হ্যারি মিট সেজল’। তবুও এই ব্যস্ততার মধ্যেই আনুশকা জানালেন, অভিনয়ে আসার পিছনে কে ছিলেন তার অনুপ্রেরণা।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জাব উই মিট ’। সেই ছবিতে কারিনা কাপুর অভিনীত ‘গীত’ চরিত্রটি খুব জনপ্রিয় হয়। সেই চরিত্রটি দেখেই অনুপ্রাণিত হন আনুশকা শর্মা। তখনই ঠিক করে নেন, ইমতিয়াজ আলির ছবিতে একদিন অভিনয় করতে হবে। আর সেই কারণেই ইমতিয়াজ আলি ‘জাব হ্যারি মিট সেজল’ ছবির অফার তার কাছে নিয়ে এলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। আনুশকা এই প্রসঙ্গে বলেন, ‘‘আমি বহুদিন ধরে ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে আছে বিকানেরে মা-বাবার সঙ্গে দেখতে গিয়েছিলাম ছবিটা। গীত চরিত্রটি দেখে মনে হয়েছিল, আমার ছবিটি করা উচিত।’’
‘জাব হ্যারি মিট সেজল’ ছবিতে আনুশকাকে এক গুজরাটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই চরিত্রের জন্য গুজরাটি ভাষায় কথা বলাও শিখেছেন বলে জানান তিনি।