পরমাণু সমঝোতায় প্রত্যয়নপত্র না দেয়ার পথ খুঁজছেন ট্রাম্প
ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে মার্কিন প্রশাসনকে যে প্রত্যয়নপত্র দিতে হয় তা থেকে সরে আসার পথ খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পথ বের করার জন্য বিশ্বস্ত কর্মীদের একটি দলকে নিয়োগ করেছেন তিনি। এ কাজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দিয়ে হতাশাব্যঞ্জক ফল পাওয়ার পরই নতুন টিম নিয়োগ দেয়া হয়।
চলতি সপ্তাহে এসব কর্মীকে নিয়োগ করেছেন ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী, প্রতি ৯০ দিন পর পর কংগ্রেসকে এ ধরণের প্রত্যয়নপত্র দিতে বাধ্য দেশটির সরকোর। মার্কিন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকের পর গত সোমবার এ সংক্রান্ত সর্বশেষ প্রত্যয়নপত্র দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী অক্টোবরে ৯০ দিনের সময়সীমা শেষ হয়ে যাবে এবং তখন আবার একই প্রত্যয়নপত্র দিতে হবে। হোয়াইট হাউজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফরেন পলিসি নামের একটি ওয়েবসাইট। আগামী সপ্তাহে এ কর্মীদল বৈঠকে বসার পরিকল্পনা করেছে এবং তার আগে এদের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে না বলে জানিয়েছে ফরেন পলিসি।
২০১৫ সালের জুলাই মাসে চূড়ান্ত পরমাণু সমঝোতায় সই করে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। ইরান এ পরমাণু সমঝোতা মেনে চলায় তেহরানের বিরুদ্ধে পরমাণু বিষয়ক কিছু কিছু নিষেধাজ্ঞা স্থগিত রাখে মার্কিন কংগ্রেস।