বন্ধুর কাছ থেকে পাওয়া গেল ফারিহা নির্যাতনের সত্যতা

ফারিহা নির্যাতনের আরও কিছু তথ্য মুঠোফোনের মাধ্যমে পাওয়া গেল তারই এক সহপাঠীর কাছ থেকে। জানা যায় নির্যাতন সইতে না পেরে গত ১৪ তারিখ (শুক্রুবার) বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। তার পর থেকেই নিখোঁজ রয়েছেন ফারিহা।

২২ তারিখ শনিবার দিবাগত রাতে আহমেদ ফারিহা ফেইসবুক গণমাধ্যমে একটি ভিডওতে প্রকাশ করেন তার নির্যাতনের কথা। তারই প্রেক্ষিতে ডেইলি মেইল ২৪ কে ফারিহার এক সহপাঠী এবং বন্ধু মুঠোফোনে জানিয়েছেন গত ১৪ তারিখ থেকেই নির্যাতন সইতে না পেরে ফারিহা পলাতক। তার পরিবার এবং বন্ধুবান্ধব অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান পাননি। তিনি আরও বলেন ফারিহা মাঝে মাঝে তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলেও খোলাসা করে কখনই তেমন কিছু বলেনি। ফারিহা কারও সাথে কোন ধরনের যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন ফারিহা এখন পর্যন্ত কারও সাথে কোন ধরনের যোগাযোগ করেননি। ফারিহার খোঁজ পেতে পরিবার এর পাশাপাশি ফারিহার বন্ধুরাও গ্রহন করছে নানা পদক্ষেপ।