তাহসান মিথিলার ডিভোর্স ঠেকাতে খোলা হয়েছিল ফেসবুক ইভেন্ট। ইভেন্টের মেয়াদকাল ছিল শুক্রুবার সকাল আটটা থেকে রাত ১১টা। ২৭ শ এর মতো মানুষকে দেখা গিয়েছে ইভেন্টটির ‘গোয়িং’ অপশনে। এবং ১৮ হাজার মানুষ রয়েছেন ইন্টারেস্টেড।

তাহসান মিথিলার ডিভোর্স ঠেকাতে ফেসবুক ইভেন্ট

ইভেন্টের নাম দিয়েছেন ‘তাহসান-মিথিলার ডিভোর্স মানি না, মানব না।’ তারা তাদের ইভেন্টের ডিটেইলস বর্ণনা করেছেন এভাবে: ‘তাহসান-মিথিলার ডিভোর্স একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর পেছনে যাদের হাত রয়েছে তাদের পর্দা ফাঁস করতে হবে। এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে’।

এই ইভেন্টটির হোস্ট ছিলেন “স্যার আনিসুল হক পুটুন দা”। এবং মজা করার জন্যেই এমন একটি ইভেন্ট পেজ খোলা হয়। তাহসান ও মিথিলার ডিভোর্স ঠেকাতে তাদের ভক্তদের এরুপ কার্যক্রম আসলেই কতটুকু কার্যকর প্রভাব ফেলে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। ভক্তদের এই আহ্বানে কি সাড়া দিবে তাহসান ও মিথিলা?