বান্দরবান মহিলা কলেজের নির্মাণ কাজ স্থগিতের নোটিশ
বান্দরবান সরকারি মহিলা কলেজের তৃতীয় তলায় বিজ্ঞানাগারের ‘ড্রপওয়াল’ নির্মাণ কাজে রডের সাথে বাঁশের ফলি ব্যবহারের অভিযোগে ঠিকাদারী সংস্থাকে নোটিশ প্রদান এবং নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার ওই কলেজের ড্রপওয়াল নির্মাণ কাজে রডের সাথে বাঁশের ফলি ব্যবহার বিষয়ে সচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের টনক নড়ে। প্রায় ৪৫ লাখ টাকার ওই নির্মাণ কাজটির কার্য্যাদেশ প্রদান করা হয় গত জানুয়ারি মাসে ঠিকাদারী সংস্থা ইউএন এন্টার প্রাইজের নামে। ওই সংস্থার ঠিকাদার উজ্জ্বল কান্তি দাশ বলেন, তাদের অজান্তে কাজের মেস্ত্রি অসাবধানবশত রডের সাথে বাঁশের ফলি ব্যবহার করতে পারে,তবে বিষয়টি জানার পর ওই মেস্ত্রিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অপসারণ করা হয় বাঁশের ফলিও। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট প্রধান নির্বাহী পকৌশলী আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ঠিকাদারী সংস্থাকে নোটিশ প্রদান করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, ওই নির্মাণ কাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার বড়–য়া বলেন, গত বুধবার বিকেল ৫টা নাগাদ ওই নির্মাণ কাজে রডের সাথে কোন বাঁশের ফলি দেখা যায়নি। পরিকল্পিত বা কারও ইন্ধনে শঠামির আশ্রয়ে এ কাজ করা হয় বলে তাঁর ধারনা।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি