বিজিবি কতৃক ভারতীয় শাড়ী,পাতার বিড়ি ও ১টি  নৌকা আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের খানজিয়া বিওপি কতৃক মঙ্গলবার রাত ৩টা ৩০মিনিটে চোরাচালান বিরোধি অভিযানে কালীগঞ্জ উপজেলার সাতবসু এলাকাথেকে ১১ লক্ষ টাকার উর্দ্ধে ভারতীয় মালামাল আটক করা হয়েছে। 

১৭ বিজিবির উপ-পরিচালক রেজোয়ান-উল- ইসলাম জানান খানজিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার সাতবসু এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ৭৬৯ পিচ যার মূল্য ৯ লক্ষ ৪৭ হাজার ৯শত টাকা,পাতার বিড়ি ২,০৭,২০০টি মূল্য ২ লক্ষ ৭ হাজার ২ শত টাকা ও ১টি নৌকা মূল্য ২০ হাজার টাকার মালামাল আটক করতে সক্ষম হয়। আটক কৃত মালের সর্বমোট মূল্য ১১ লক্ষ ৭৫ হাজার ১ শত টাকা। ১৭ বিজিবির উপ-পরিচালক আরও জানান আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

জানা যায় এ ঘটনায় কাউকে আটক করা সক্ষম হয়নি।

 

রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি