ফরিদপুরে র‍্যাবের হাতে অপহরণ চক্রের দুই সদস্য আটক

ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকা থেকে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় অপহরণের শিকার মুনিয়া ইসলাম চৈতি (১৮) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গত ১০ জুলাই জেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভুয়ারকান্দি গ্রাম থেকে আবদুল্লাহ আল মামুনের কিশোরী কন্যা চৈতিকে ফরিদপুর শহরে বেড়ানোর কথা বলে অপহরণ করে তুহিন শেখ ও সাথী আক্তার পিংকী। পরে চৈতিকে অপহরণকারীরা শহর তলীর কানাইপুর এবং পরে নারায়নগঞ্জ জেলায় নিয়ে যায়। অপহরণের পর চৈতির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ বিষয়ে চৈতির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করে।

অপহরণকারীরা মুক্তপণ না দিলে চৈতিকে হত্যা করা হবে বলে হুঁমকি দেয়। পরবর্তীতে বিকাশের মাধ্যমে অপহরণ চক্রের কাছে দুই হাজার টাকা পাঠানো হয়। বিষয়টি নিয়ে র‌্যাব ক্যাম্পে অভিযোগ দেয়া হলে অভিযানে নামে র‌্যাব। গোপণ সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা রবিবার ভোরে শহরতলীর হাড়োকান্দি এলাকার জনৈক মোহাম্মদ কাজল শেখের বাড়ীতে অভিযান চালায়। এসময় সেখান থেকে চৈতিকে উদ্ধার করা হয়। আটক করা হয় অপহরণ চক্রের দুই সদস্য তুহিন শেখ ও সাথী আক্তারকে। আটককৃত দুইজন অপহরণের কথা স্বীকার করেছে র‌্যাবের কাছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি