ফরিদপুরে দেড় হাজার পরিবার পানিবন্দী, পদ্মার ভাঙন অব্যাহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পদ্মা নদীর পানি আরও ১৬ সে.মি. বেড়ে বিপদ সীমার ২০ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বন্যা পরিস্থিতি অবনতির সাথে উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে উপজেলা সদরের ফাজেলখার ডাঙ্গী গ্রামের ডাঃ আঃ রশিদ এর বসতভিটেসহ দুই একর ফসলী জমি বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত পদ্মা নদী ঘেঁষে ফাজেলখাঁর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় হুঁমকীর মধ্যে রয়েছে। শনিবার বিকাল ৪ টায় সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পরিদর্শন করে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বন্যা পরিস্থিতি অবনতির সাথে সাথে চরাঞ্চলের পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতি অবনতির সাথে প্রচন্ড তাপদাহে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করছে বলেও জানা গেছে। পানিবন্দি পরিবারের মধ্যে উপজেলা সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম, হাজীডাঙ্গী, সেকের ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী, ফাজিলখার ডাঙ্গী, এমপি ডাঙ্গী ও টিলারচর গ্রামের ৩শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী, শালেপুর গ্রাম, ভাটিশালেপুর, আমিনখার ডাঙ্গী, ছমির বেপারীর ডাঙ্গী ও নমুর ছাম নামক গ্রামের প্রায় ৫শ’ পরিবার গাজীরটেক ইউনিয়নের মাঝি ডাঙ্গী, বিন্দু ডাঙ্গী, চরহোসেনপুর, খালপাড় ডাঙ্গী, মধু ফকিরের ডাঙ্গী ও জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের প্রায় ৩শ’ পরিবার ও চরঝাউকান্দা ইউনিয়নের ছাহের মোল্যার ডাঙ্গী গ্রাম, শহর মোল্যার ডাঙ্গী, রেজু চৌকদার ডাঙ্গী, উত্তর নবাবগঞ্জ, চরকালকিনিপুর ও চৌধুরী ডাঙ্গী গ্রামের ৪শ’ পরিবারসহ মোট প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি