যৌনতাকে পুঁজি করে নির্মিত পাঁচ রিয়্যালিটি শো

বিশ্বজুড়ে হরদম বিভিন্ন দেশে নগ্নতা, যৌনতাকে পুঁজি করে নানা রিয়েলিটি শো নির্মাণ করা হচ্ছে। দর্শক টানতে নির্মাতা-প্রযোজক কর্তৃপক্ষ সবসময় বৈচিত্র্য আনার চেষ্টা করেন। এ চেষ্টা চালাতে গিয়ে তারা এমন কিছু বিষয়কে বেছে নেন যা নিত্য নতুন বিতর্কের জন্ম দেয়।

অনেক ক্ষেত্রে ক্ষোভের মুখে পড়ে বিতর্কিত সেসব শোয়ের প্রচারও বন্ধ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু প্রচার বন্ধ হলেই তো আর আলোচনা থামে না। কিন্তু শালীনতার সীমা অতিক্রম করায় দু’একটি পর্ব প্রচারের পরই তা বন্ধও হয়ে গেছে। তারপরও সেগুলো নিয়ে আলোচনা থেমে থাকেনি। তেমনই পাঁচটি রিয়েলিটি শো হলো ‘নেবারস উইথ বেনিফিটস’, ‘সেক্স বক্স’, ‘ডেটিং নেকেড’, ‘জিগলোস’ ও ‘টোটালি ন্যুড’। এগুলোর কোনোটিতে শুধু নারীরা, কোনো কোনোটিতে শুধু নবদম্পতি আবার কোনোটাতে প্রেমিক যুগল অংশ নেন। সেখানে নানা পর্বে অংশগ্রহণের শর্ত কোনো কাপড় পরা যাবে না। মেতে থাকতে হবে আদিমতায়।

অবশ্য এসব শোতে কোনো সমস্যার সম্মুখীন হলে পরামর্শ দেয়ার জন্য থাকেন বিশেষজ্ঞরাও।