রণবীরের পর এবার বরুণের ঘরে যাবেন শারুখ পত্নী গৌরী খান। অবাক হওয়ার কিছু নেই। বরুণের ঘর সাজানোর দায়িত্ব এবার তার উপরই পড়েছে।

শাহরুখ পত্নী গৌরি খানের সুনাম সারা বলিউড পাড়ায়। তার হাতে সেজেছে বহু বলি তারকার ঘর। রণবীর কাপুরের বাসা নিজ হাতে সাজিয়ে এবার বরুণ ধাওয়ানের ফ্ল্যাট সাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বলি মহলে গৌরির বেশ নাম ডাক। একাধিক সেলিব্রেটির বাসা তিনি নিজে দায়িত্ব নিয়ে সাজিয়েছেন। বরুণের নতুন বাসা সাজানোর দায়িত্ব গৌরীর হাতে তুলে দিয়েছেন নায়কের মা করুণা ধাওয়ান।

সম্প্রতি বরুণ মুম্বাইতে চার কামরার একটি ফ্ল্যাট কিনেছেন। জুহুতে তিনি তাঁর বাবা পরিচালক ডেভিড ধাওয়ান ও মা করুণার সঙ্গে যে বহুতল ভবনে থাকেন, সেখানেই নতুন ফ্ল্যাটটি কিনেছেন এই অভিনেতা। বরুণ শুটিংয়ে ব্যস্ত থাকায় তার ফ্ল্যাট সাজানোর দায়িত্ব পড়েছে মায়ের ওপর। এই অভিনেতার মা জানেন, একমাত্র গৌরীই পারেন বরুণের রুচিমতো তাঁর বাসাটি সাজিয়ে দিতে।

বাসাটির অন্দর সজ্জার দায়িত্ব গৌরিকে সঁপে এখন নিশ্চিন্ত বরুণের মা।