মায়ের শেষ সময়গুলোতে পাশেই ছিলেন শার্লিন
মায়ের শেষ সময়গুলোতে পাশেই ছিলেন শার্লিন ফারজানা। দেশীয় টেলিভিশনের পরিচিত মুখ শার্লিন ফারজানার মা ফরিদা খান হেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গতকাল শনিবার ১৫ জুলাই সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জানা যায়, শার্লিনের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৬ জুন থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন শার্লিনের মা।মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাকে সেবা করেন শার্লিন।মায়ের মৃত্যুর খবর ফেইসবুকে স্টেটাসের মাধ্যমে জানিয়ে দেন শার্লিন।
গতকাল বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরতরে শায়িত হয়েছেন শার্লিনের মা।