নতুন তিন ছবিতে ওমর সানী ও মৌসুমী জুটির সাথে নায়ক শাকিব
নতুন তিন ছবিতে ওমর সানী ও মৌসুমী জুটির সাথে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক শাকিব খান। ছবি তিনটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি, মিষ্টি জান্নাত ও সুপ্তি শেখ।
একসঙ্গে পাঁচটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ওমর সানী ও মৌসুমী জুটি। ওমর সানী-মৌসুমীর ক্যারিয়ারে এমনটা প্রথমবারের মতো ঘটল। ইতিমধ্যেই পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবির নাম চূড়ান্ত হয়েছে। নামগুলো হচ্ছে ’মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখে না’, ‘আমি নেতা হবো’। বাকি দুটি ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
শাকিব বলেন, ‘ছবি তিনটি নিয়ে আমি আশাবাদী। প্রতিটি ছবিতে আমাকে ভিন্ন রূপে পাওয়া যাবে। একটিতে আমি নেতা, একটিতে ক্যাডার, আবার একটিতে সমাজের অবহেলিত এক যুবক। গল্পগুলো বেশ ভালো। দর্শকরা আমাকে যেভাবে দেখতে চান, ছবিগুলোতে ঠিক সেভাবেই হাজির হব।’
ওমর সানী সংবাদের সত্যতা জানিয়ে বলেন, ‘আমি নেতা হবো’ ছবিতে আমি ও মৌসুমী দুজনই চুক্তিবদ্ধ হয়েছি, সাইনিং মানিও নিয়েছি। বাকি নাম চূড়ান্ত হওয়া ছবিগুলোতে এখনও চুক্তিবদ্ধ হইনি। তবে সেগুলোতেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছি।’ চিত্রপরিচালক উত্তম আকাশ ‘মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখে না’, ‘আমি নেতা হবো’ ছবিগুলো পরিচালনা করবেন। এখন তিনি রয়েছেন কানাডা, দেশে ফিরবেন আগামী ২০ জুলাই। তিনি দেশে ফিরলেই বাকি দুটো ছবির নাম ঠিক হবে। আর এই ছবিগুলো নির্মিত হবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে। ওমর সানি আরও বলেন, ‘উত্তম আকাশ এমন একজন মানুষ যার কথা আমি অন্ধের মতো বিশ্বাস করি। তার ছবিতে কাজ করছি এটা ভালো লাগছে।’
এর মধ্যে প্রতিটি ছবিতে অভিনয় করবেন কাজী হায়াত, শিবা শানু। ‘কেউ কথা রাখেনি’, ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘আমি নেতা হবো’ শিরোনামের ছবিগুলো পরিচালনা করবেন উত্তম আকাশ। কানাডা থেকে তিনি বলেন, শাকিব নিষিদ্ধ হয়েছেন শুনেছি। আশা করছি ২৫ জুলাইয়ের আগেই এর সুরাহা হয়ে যাবে। আমাদের শুটিংয়ে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই থেকে ছবিগুলোর একটানা শুটিং।