আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের বোন শ্রদ্ধা কাপুর!

পুরো পরিবার নিয়ে সোফায় বসে রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা। প্রকাশ্যে এল সেই ছবি। অবাক হওয়ার কিছু নেই। কারণ এ ছবি বাস্তবের নয় বড় পর্দার। শ্রদ্ধা কাপুরের আসন্ন ছবি ‘হাসিনা পার্কার’। নতুন পোস্টার দেখে উত্তেজনার পারদ চড়ছে সিনেমা প্রেমীদের মধ্যে।

হাসিনার দাদা দাউদের ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত কাপুর। বাস্তবে তিনিই শ্রদ্ধার দাদা। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে এবার রিয়্যাল থেকে রিল লাইফেও ভাই বোনের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা-সিদ্ধান্ত। ১৯৯১ সালে হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে খুন করেন অরুণ গাউলি। এর পরেই অন্ধকার জগতে হাতেখড়ি দাউদের বোনের। ছবিতে ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া। এত দিন রোম্যান্টিক নায়িকার চরিত্রেই দেখা গিয়েছে শ্রদ্ধা কপূরকে। এবার হাসিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

শ্রদ্ধা জানান, “প্রথমে প্রস্তাবটা পেয়ে ভেবেছিলাম, এটা কি আমার করা উচিত? ছবিতে ১৫-৪৫ বছর বয়স পর্যন্ত আমাকে দেখানো হবে। ফলে অনেক লুক চেঞ্জ রয়েছে। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করছি যাতে অনেক শেডস রয়েছে। সব মিলিয়ে খুব উত্তেজিত আমি। ” বি-টাউনের একটা বড় অংশের মতে, এ ছবিটি ২০১৭-সালের সেরা বাজি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ছবিটি মুক্তি পাবে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে।